Logo
×

Follow Us

শিক্ষা

ডিসেম্বরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে ঢাবির ভর্তি পরীক্ষা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ২২:৫২

ডিসেম্বরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার সম্ভবনা রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে পরীক্ষার এ সময় নির্ধারণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুষদের ডিন সাম্প্রতিক দেশকালকে বলেন, ডিসেম্বরের মাঝামাঝি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যদিও সিদ্ধান্তটি চূড়ান্ত নয়। আশা করছি শিগগিরই এটি চূড়ান্ত করা হবে। 

সুনির্দিষ্ট করে সময় জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চায় ডিসেম্বরের মধ্যে সকল ভর্তি পরীক্ষা শেষ করে দিয়ে নতুন শিক্ষাবর্ষের সঙ্গে চলতে। তাই সুনির্দিষ্ট করে যদি বলতে হয়, ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিনস কমিটি সূত্রে জানা যায়, এবারও ৪টি অনুষদের মাধ্যমে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষদগুলো হচ্ছে— কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চারুকলা অনুষদ। 

বিগত বছরগুলোর ন্যায় চারুকলা অনুষদ ব্যতীত অন্য ৩ অনুষদের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে— রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫