বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে পোস্টার লাগিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (৬ নভেম্বর) রাতে বিজয় একাত্তর হল গেটে বিক্ষোভ করেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
পরে বিক্ষোভে অনান্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন। এক পর্যায়ে সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বর-গুরুদুয়ারা-রোকেয়া হল হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন। সেখানে অবস্থান শেষে ফের একই সড়কে ফিরে গিয়ে ভিসি চত্বরে এসে শেষ হয় মিছিলটি।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, আমরা গত ১৭ জুলাই ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়ে দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। আমরা সেদিনই হলের প্রভোস্টের কাছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে নিশ্চয়তা নিয়েছিলাম। কিন্তু আমরা দেখছি ফের আমাদের হলে রাজনীতি ঢোকানোর পাঁয়তারা করা হচ্ছে। আমরা এ ধরনের কোনো অপচেষ্টা মেনে নেবো না। আমরা আবার গণরুম, গেস্টরুম চাই না। কোনো ধরনের শিক্ষার্থী নির্যাতনের রাজনীতির দিকে ফিরে যেতে চাই না।
এ সময় তারা, ‘লেজুড়বৃত্তির ঠিকানা, একাত্তর হলে হবে না’, ‘টু জিরো টু ফোর, লেজুড়বৃত্তি নো মোর’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ’- প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে হলের ভিতরে ও বাইরের দেয়ালে কোন ধরনের পোস্টারিং কিংবা দেয়াল লিখন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রশাসন।
হল প্রশাসনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, হলের সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য হলের অভ্যন্তরে বা হল চত্বরের দেওয়ালে হল প্রশাসনের অনুমতি ব্যতিত কোন প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো ও দেওয়াল লিখন করা যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh