Logo
×

Follow Us

শিক্ষা

ঢাবি ছাত্রদলের কমিটিকে শিবিরের অভিনন্দন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১৬:১৭

ঢাবি ছাত্রদলের কমিটিকে শিবিরের অভিনন্দন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে শিবিরের ঢাবি সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এসএম ফরহাদ এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘অনেক রক্ত আর জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের বাংলাদেশ সেসব শহিদদের রেখে যাওয়া আমানত রক্ষা আজ ছাত্রসংগঠনসমূহের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তাই, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকারকেন্দ্রিক নতুন ধারার ছাত্র রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’

বৃহস্পতিবার প্রায় সাড়ে আট মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫