দুধ দিয়ে গোসল করে ৩৫-এর আন্দোলন থেকে বিদায় নিলেন আহ্বায়ক শুভ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে অধ্যাদেশের জারি প্রজ্ঞাপন জারি হয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করে ৩৫-এর আন্দোলন থেকে বিদায় নিয়েছেন আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এ কাজ করেন তিনি।

এ বিষয়ে শরিফুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এমতাবস্থায় বর্তমান সরকার রাজপথে আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশের প্রেক্ষিতে একটি সুপারিশ কমিটি করেন এবং কমিটির সুপারিশ আমলে নিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুঃখ দূর করেন। এজন্য আমি সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং দুধ দিয়ে গোসল করে আন্দোলন থেকে বিদায় নিলাম।

এর আগে সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন একদল চাকরি প্রত্যাশী। তাদের এ আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গত ৩০ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করে।

এই কমিটির প্রধান করা হয়েছিল সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্যসচিব ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটিতে আরও তিনজন সদস্য ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh