কমিটি গঠনের আশ্বাস, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ২২:১৫

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের আশ্বাস পেয়ে আপাতত রাজপথে আন্দোলন না করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ক্লাস-পরীক্ষা বর্জন করে শুরু করা ‘ক্লোজডাউন তিতুমীর’ কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
তবে, সাতদিনের মধ্যে কমিটি ঘোষণা করা না হলে আবারও রাজপথ অবরোধ শুরু করার ঘোষণাও দিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা।
অবরোধ ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত থাকার সময়টিতে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে ক্যাম্পাস কেন্দ্রিক কাউন্সিলিং ও সচেতনতামূলক কর্মসূচি পালন করবেন তারা।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে অবরোধ ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীর।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি আদায়ে শিক্ষার্থীদের মোর্চা ‘তিতুমীর ঐক্যের’ সংগঠক মাহমুদুল হাসান।
এর আগে সন্ধ্যায় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, সেটি যাচাইয়ে আগামী রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কমিটি গঠনের কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান।
ওই ঘোষণার আগে মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি ওই আলোচনায় অংশ নেন।
পরে রাতে সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান বলেন, "প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামী সাত দিনের ভেতর তিতুমীর বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এ বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা স্বশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন। একটি নির্ধারিত তারিখের ভেতর তারা প্রতিবেদনটি জানাবেন। আমরা এ আশ্বাস পেয়ে সেখান থেকে চলে এসেছি।