বরিশাল আইএইচটির ১ শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত

বরিশাল ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজিতে (আইএইচটি) দুই গ্রুপ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অপরাধে ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া ৮ শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।   

গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আইএইচটি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কৃত আট শিক্ষার্থীকে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইএইচএমটি’র অধ্যক্ষ ডা. মানস কৃষ্ণ কুণ্ডু এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট এবং তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে একাডেমিক বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রাবাস এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

ছাত্রত্ব স্থগিত হওয়া শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন আইএইচটি’র রেডিওগ্রাফি অনুষদের ২য় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ জন্য তাকে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে চিকিৎসা গ্রহণপূর্বক সুস্থ না হওয়া পর্যন্ত তার ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়া সতর্ক করা হয়েছে ফিজিওথেরাপি অনুষদের ২য় বর্ষের ছাত্র মহিনউদ্দিনকে।

এছাড়া ল্যাবরেটরি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র নাবিল মোস্তফা, ডেন্টাল তৃতীয় বর্ষের জোবায়েদ আলম অরিদ, একই অনুষদের মো. সাব্বির আহম্মেদ, ফার্মেসি তৃতীয় বর্ষের মো. মুকিম আলম, দ্বিতীয় বর্ষের মো. রাইসুল ইসলাম, ফিজিওথেরাপি তৃতীয় বর্ষের এসএম সাহিবুল ইসলাম উজ্জ্বল ও দ্বিতীয় বর্ষের মো. বেল্লাল এবং রেডিওগ্রাফি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ফয়সাল আলম সূজার ছাত্রাবাস সিট বাতিল করা হয়েছে।

গত ১০ নভেম্বর বরিশাল আই.এইচ.টি শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ২১ নভেম্বর দোষীদের শাস্তির সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেন। সে অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh