আসিফ নজরুলকে বার্তা দিতে ঢাবির ওয়েবসাইট হ্যাক

আসিফ নজরুলকে বার্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওয়েবাসাইটের সাব ডোমেইন ওয়েবসাইট (ssl.du.ac.bd) হ্যাক করা হয়েছে। ওয়েবাসাইটে প্রবেশ করলে শুরুতেই মুসলিম ধর্মাবলম্বীদের কালেমা লেখা প্রদর্শন করেছে। 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ওয়েবসাইটটি হ্যাক হয়। ওয়েবসাইটে হ্যাকাররা তাদের পরিচয় দিয়ে ইংরেজিতে লিখা, ‘উই আর মুসলিম ব্ল্যাকহেটস অ্যান্ড স্পাই এজেন্টস’ 

ওয়েবসাইট হ্যাক করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি বার্তা দিয়ে হ্যকাররা লিখেছে, আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশবিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।


এতে আরো লিখা হয়েছে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনো দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনও ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।

হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে— #banISKCON, #banProthomAlo, #justiceshouldbeserved

এদিকে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh