রাবি প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ এএম
আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তৃতীয়বারের মতো আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৩- ২০২৪ শুরু হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন এবং অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
এসময় উপ- উপাচার্যরা খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার আহ্বান জানান। তায়কোয়ানডোকে ভিন্ন দেশের সংস্কৃতির আদান-প্রদানের ধারক হিসেবে উল্লেখ করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক উপস্থিত ছিলেন।
এছাড়া আগামী বুধবার (৪ ডিসেম্বর) আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৪-২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে বিকেল ৪ টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার দেবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুই উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ৭৬ জন ছাত্রী এবং ৭৫ জন ছাত্র মিলে মোট ১৫১ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাবি তায়কোয়ানডো
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh