ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ৫৪ জন পিএইচডি-এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এরমধ্যে ৩৫জন গবেষক পিএইচডি এবং ১৯জন এমফিল ডিগ্রি অর্জন করেছেন।
আজ সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়।
পিএইচডি, ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে মো. জাহিদ হোসেন, শামীমা আক্তার ও অলোক কুমার চক্রবর্তী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে ইমতিয়াজ আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে উম্মে জাকিয়া, রসায়ন বিভাগের অধীনে মো. আফজাল হোসেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে সুবর্না শারমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে মাহমুদা বিনতে লতিফ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে মোহাম্মদ জমির উদ্দীন সিকদার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে সজয় কান্তি সাহা, তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ আলমগীর হোসেন, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে নাফিজা ফেরদৌসী, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের অধীনে তামান্না তাসকীন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মো. নুরে আলম ও রাশেদা বেগম দিনা, মনোবিজ্ঞান বিভাগের অধীনে জেবিন নাহার ও মো. শাহীন মোল্লা, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে মো. মাহমুদ হাসান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধীনে মো. শওকত হোসেন।
এছাড়া রসায়ন বিভাগের অধীনে স্বপন কুমার রায়, ফলিত গণিত বিভাগের অধীনে শাহীনা আক্তার, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে এ. বি. এম. ছিদ্দিক, ইংরেজী বিভাগের অধীনে আলিয়া শাহনূর আমিন ও জাহিদ আলম মুন্না, মনোবিজ্ঞান বিভাগের অধীনে ফায়েজা আহমেদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মাসুদ ইবনে রহমান ও রওশন আরা বেগম, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মেহেনাজ হক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে মো. শরীফুল আলম ও ফকির মাশুক আলমগীর, মার্কেটিং বিভাগের অধীনে মো. আসলাম উদ্দিন, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের অধীনে মোহাম্মদ ফারুক সরকার, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে ফারজানা সুলতানা বারী, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধীনে মো. তৌহিদুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে ফজলে এলাহী মামুন।
এদিকে এমফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- সংগীত বিভাগের অধীনে মো. তৌফিকুজ্জামান অপু, সুকান্ত সিংহ, ফাতেমা আক্তার এবং ইসরাত জাহান তমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ মহিদুল ইসলাম, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে সাদেকা বাণু ও রাউফুন নাহার, আরবী বিভাগের অধীনে নূর মোহাম্মদ ও ইমরান মাহমুদ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. আতিকুর রহমান ও এস এম রুহুল আমীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে রাবেয়া বসূরি চাঁদনী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে শামীমা অরিন ঐশী, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে ফারিহা তাসনীম, লোকপ্রশাসন বিভাগের অধীনে মারুফা আক্তার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে আয়েশা আক্তার সুমি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মো. আশিকুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে লুৎফুন নাহার এবং অর্থনীতি বিভাগের অধীনে সাদিয়া ইসলাম।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি এমফিল ডিগ্রি অর্জন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh