বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজনায় বাধাগ্রস্ত হচ্ছিল শিক্ষা কার্যক্রম। তবে প্রক্টরিয়াল বডির তৎপরতায় বন্ধ হয়েছে উচ্চ স্বরের গান বাজনা।
সরজমিনে দেখা যায়, প্রতিদিনই কোনো না কোনো বিভাগের পিকনিক থাকে। তাছাড়াও বিভিন্ন সংগঠনেরও অনুষ্ঠান থাকে। তবে কাউকে এখন উচ্চ স্বরে গান বাজনা করতে দেখা যায়নি।
এর আগে গণিত বিভাগের অনুষ্ঠানে রাত ১১টা পর্যন্ত উচ্চ স্বরে গান বাজনা করায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। এক পর্যায়ের দেখা যায় গণিত বিভাগের শিক্ষার্থীদের সাথে আবাসিক হলের শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এছাড়াও দিনের বেলায় উচ্চ স্বরে গান বাজনা করায় ক্লাস ও পরীক্ষায় সমস্যা হয়। দেখা যায় দুই তলায় পরীক্ষা হচ্ছে আর ভবনের নিচ তলায় গান বাজনা হচ্ছে। এমন অনেক অভিযোগ প্রক্টর বডির কাছে গেলে বিষয়টি নিয়ে তৎপর হয় প্রক্টরিয়াল বডি।
প্রক্টরিয়াল বডি বলছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের সামনে কোনো প্রকার গান বাজনা করা যাবে না। কেউ যদি কোনো অনুষ্ঠানে গান বাজনা করতে চায় সেটা অনুমতি নিয়ে স্বাধীনতা স্মারকে করবে। সেখানে সাউন্ড কত জোরে হবে আর সীমা কতক্ষণ থাকবে সেটিও বলে দেওয়া হবে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে উচ্চ স্বরে গান বাজনা এটা দীর্ঘদিনের একটি কালচারে পরিণত হয়েছে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে। দিনের বেলায় একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের সামনে গান বাজনা যেমন একাডেমি কার্যক্রম বাধাগ্রস্ত হয় তেমনি প্রশাসনিক কার্যক্রমে বাধাগ্রস্ত হয়। রাতের বেলায় আবাসিক হলে শিক্ষার্থীদের পড়াশোনা ও ঘুমেরও সমস্যা হয়। আমাদের প্রক্টরিয়াল বডির তৎপরতায় এখন বিশ্ববিদ্যালয়ে শান্তি বিরাজ করছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh