
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে হামলা ও ভাঙচুর। ছবি- ঢাবি প্রতিনিধি
শহিদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির রুমে ঢুকে এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা।
শনিবার তিনি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অফিসে জোর করে ২০-৩০ জনের একটি দল ঢুকে পড়ে। এ সময় ভাঙচুরসহ শহিদ বুদ্ধিজীবীদের জন্য রাখা ফুল ছিঁড়ে ফেলা হয়। এ কারণে শনিবার সকালে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কে বা কারা হামলা করেছে ঠিক বলতে পারছি না বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি জানার পর উপাচার্যসহ শিক্ষক সমিতি পরিদর্শন করেছি। ওনারা (শিক্ষক সমিতি) দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে পারেননি। আমরা শিক্ষক সমিতির সভাপতি, ক্লাবের সেক্রেটারি ও ম্যানেজারের সঙ্গে কথা বলেছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা কিভাবে এই অঘটনটা ঘটিয়েছি, সেটার খোঁজ নিচ্ছি। অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।