গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তি ও বিড়ম্বনার বিষয় তুলে ধরে প্রশাসনের কাছে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান।
মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষার নামে বৈষম্য, মানি না মানবো না’, ‘সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে’, ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো রাখতে হবে’, ‘গুচ্ছের ভোগান্তি, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হলেও এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো আসন সংখ্যা খালি রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এছাড়া দীর্ঘ ভর্তি প্রক্রিয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলো স্বকীয়তা হারাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন দিলেও স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছেই রয়েছে। অনতিবিলম্বে ইবি গুচ্ছ থেকে বের না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, গুচ্ছ পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। অধিক সংখ্যক আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করছে এবং সেশনজট বাড়ছে। সর্বশেষ ২০২৩-২৪ বর্ষেও শতভাগ আসন পূরণ করতে না পেরে ভর্তি কার্যক্রম শেষ করেছে ইবি। অনতিবিলম্বে ইবিকে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। এরপরেও প্রশাসন যদি গুচ্ছ থেকে বেরিয়ে আসতে অপারগতা জানায় তাহলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh