ইবিতে হল কর্মকর্তার বিরুদ্ধে মা-মেয়েকে যৌন হয়রানির অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের এক কর্মকর্তার বিরুদ্ধে ওই হলের এক আয়া ও তার মেয়েকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১৯ ডিসেম্বর বিচার চেয়ে হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক শেখ হাসিনা হলের সহকারী রেজিস্ট্রার। ভুক্তভোগী অভিযুক্তের অফিসে দৈনিক মজুরির ভিত্তিতে আয়ার কাজ করেন।

লিখিত অভিযোগে ওই নারী লিখেন, স্বামীর মৃত্যুর পর তিনি ২০১৪ সাল থেকে দুই মেয়েকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে কাজ করছেন। এরপর থেকে বিভিন্ন সময়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক তাকে কুপ্রস্তাবসহ তার মেয়েদের সঙ্গে অবৈধ মেলামেশার জন্য বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ভুক্তভোগীকে কাজ থেকে বের করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এছাড়াও বিভিন্ন সময় স্টাফদের কথায় কথায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিতেন তিনি। ২০২১ সালে হলে তার ছোট মেয়েকে একা পেয়ে অভিযুক্ত রাজ্জাক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেন। তবে লোকলজ্জার ভয়ে এবং অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ না করে বিষয়টি গোপন রাখেন রোজিনা। সর্বশেষ গত ১১ ডিসেম্বর দুপুরে হলে কাজ করার সময় সুযোগ পেয়ে তাকে অবৈধ মেলামেশা করার জন্য কুপ্রস্তাব দেয় রাজ্জাক। এসময় ভুক্তভোগী ওই নারী কৌশলে তার কবল থেকে বেরিয়ে বিষয়টি তার আস্থাভাজন ছাত্রীদের জানান।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘হলে কাজ করার সময় থেকেই সে আমাকে ও আমার মেয়েদের দিয়ে তার অবৈধ যৌনলালসা পূরণের চেষ্টা করে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সব সময় আমার সঙ্গে দুর্ব্যবহার করতেন। একপর্যায়ে আমার মেয়ের প্রতিও তার কুনজর পড়লে আমার মেয়ে ভয়ে তার সামনে যেতো না। আমি আমাদের মেয়েদেরকে নিয়ে অস্বস্তিকর অবস্থায় দিনাতিপাত করছি। আমি তার বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ। আমি একসময় জাসদ ছাত্রলীগ করতাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কেউ এটা করে থাকতে পারে।’

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বলেন, ‘আমি গতকাল লাস্ট আওয়ারে অভিযোগটা পেয়েছি৷ এজন্য বিষয়টি নিয়ে কোনো কাজ করার সুযোগ পাইনি৷ আমরা হল বডি বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব। প্রয়োজনে তদন্ত কমিটি করা হবে।’ 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh