সন্ধান মিলেছে নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদের

নিখোঁজের চারদিন পর সন্ধান মিলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের। 

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। 

তবে গত চার দিন তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন তা এখনও জানা যায়নি।

এই বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, খালেদ মাত্রই হলে ফিরেছে। আমি তার রুমেই আছি। সে আপাতত চুপচাপ রয়েছে, কোনো কথা বলছে না। আপাতত ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা জানতে পারব সবকিছু। 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, চার দিন ধরে নিখোঁজের পর ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh