রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, সম্প্রতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনার পরেই মূলত আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্পাসে আর কোনো বহিরাগত প্রবেশ ও অবস্থান করতে পারবে না। আজ থেকে সম্পূর্ণরূপে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো। পরবর্তীতে কোনো বহিরাগতদের পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের সাথে নিজ নিজ আইডি কার্ড রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, পোষ্য কোটা বাতিল সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি ও বাইরের অর্ধ-শতাধিক শিক্ষার্থী। বিকালের দিকে এ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়কদের মধ্যে শুধু একজনের অংশগ্রহণ এবং বহিরাগতদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করলো রাবি প্রশাসন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh