ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঠ্যসূচিতে যুক্ত হতে যাচ্ছে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে ইতোমধ্যে বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের শাসনামলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজসহ ইতিহাসমূলক কোর্সে একটি পরিবারের ইতিহাস পড়ানো হতো। ছাত্র-জনতার আন্দোলনের পর এখনও সেসকল ইতিহাসই পড়ানো হচ্ছে। পাঠ্যসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা চাই, পাঠ্যসূচিতে থাকা বিকৃত ইতিহাস পরিবর্তন করে জুলাই বিপ্লবকে যুক্ত করে একটি নিরপেক্ষ ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হোক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh