পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রাতিষ্ঠানিক সুবিধা-পোষ্য কোটা পুনর্বহালের  দাবিতে কর্মবিরতি  কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকল থেকে  ক্যাম্পাসের প্যারিস রোড ও শহীদ বুদ্ধিজীবী চত্বরে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানান।   

এসময় উপস্থিত কর্মকর্তারা বলেন, প্রাতিষ্ঠানিক এই সুবিধা অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়েও রয়েছে। তাহলে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেনো তা বাতিল করা হবে। এছাড়া যদি তা বাতিল করতেই হয় তাহলে সরকারি সিদ্ধান্তে প্রজ্ঞাপন আকারে সব প্রতিষ্ঠানের জন্য বাতিল ঘোষণা করতে হবে। তা নাহলে অবস্থান ধর্মঘট, কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। 

এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে, বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তারা পূর্ণাঙ্গ দিবস কর্মবিরতি পালন করেন। দাবি না মানা হলে আগামীতে আরো নতুন কর্মসূচি আসবে বলে ও জানান তারা। 

গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুজন সহ–উপাচার্য, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী। প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাঁরা মুক্ত হন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই দিন রাতে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত সোমবার থেকে মানববন্ধন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh