ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিসিসের প্রেসিডেন্ট ড. সালভাতরে লা পর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপ-উপাচার্য কার্যালয়ে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা এবং গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে আলোচনা করেন। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের ব্যাপারেও আলোচনা করা হয়। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতালিয়ান ভাষা এবং সংস্কৃতি বিষয়ক ডিপ্লোমা এবং অনার্স প্রোগ্রাম চালু করার বিষয়ে তারা মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে ড. সালভাতরে আন্তর্জাতিক সামার পিস ইউনিভার্সিটি শীর্ষক কনসোর্টিয়ামে যোগদান এবং আগামী অক্টোবরে ক্যালাব্রিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানান।
এসময় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিসিস-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ফাবিয়ানা আন্দ্রেয়া বেলিনা, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’-এর পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট ড. সালভাতরে লা পর্তা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh