খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ চার বছর পর স্বতন্ত্রভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২.৪৫ থেকে দুপুর ১.৪৫ পর্যন্ত কুয়েটসহ মোট ১১টি কেন্দ্রে সুষ্ঠূ ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ২৪ হাজার৫২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার শতকরা উপস্থিতির হার ৯২.৩৯।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ খুলনা বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স হাইস্কুল খুলনা ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ খালিশপুর খুলনা, সরকারি মহিলা কলেজ বয়রা খুলনা, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বয়রা খুলনা, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ খুলনা, সরকারি এম.এম. সিটি কলেজ খুলনা, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনাতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলামসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় তিনি ভর্তি পরীক্ষা কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ অন্যান্য কেন্দ্রের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh