প্রতিক্ষিত নতুন ওয়েবসাইট পেলো গবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের নানা অভিযোগের পর বহুল প্রতিক্ষিত নতুন ওয়েব সাইট চালু হলো গণ বিশ্ববিদ্যালয়ে (গবি)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপাচার্যের সভাকক্ষে ওয়েব সাইটটি উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি এবং কয়েক দফা সংবাদ প্রকাশের পরেই নতুন ওয়েবসাইট চালুর আশ্বাস দেয় গবি প্রশাসন। দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটির উদ্বোধন করেন।

জানা যায়, নতুন চালু হওয়া ওয়েবসাইটটির সার্বিক ডিজাইন ও ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন পিপিলিকা সফটের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মো. নাফিউল ইসলাম এবং সফটওয়্যার ডেভলপার ফারদিন সাকিব জিসা।

ইতিমধ্যেই তথ্য হালনাগাদ করার জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। যাদের কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে এবং সকল বিভাগের সাথে যোগাযোগ করে তথ্যগুলো হালনাগাদ করা হবে।

এসম্পর্কে সফটওয়্যার ডেভেলপমেন্ট কমিটির সভাপতি, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. করম নেওয়াজ বলেন, ওয়েবসাইট একটি বিশ্ববিদ্যালয়ের দর্পণ স্বরূপ। পূর্বের ওয়েবসাইট বাতিল করে আজ থেকে নতুন ওয়েবসাইটের কার্যক্রম শুরু হলো। কিছু তথ্য কম থাকতে পারে। আশাকরি আগামী ৭ দিনের মধ্যে আমাদের সকল তথ্য হালনাগাদ করার কাজ শেষ হবে। তবে এটি একটি চলমান প্রক্রিয়া। ওয়েবসাইটটি ডাইনামিক হওয়ায় প্রতিদিনের তথ্য প্রতিদিন হালনাগাদ করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য দ্রুত সময়ে নির্ভুল ভাবে যেন পাওয়া যায় এটি আমাদের মূল উদ্দেশ্য। যেহেতু তথ্যগুলো স্থানান্তর করা হয়েছে তাই শুরুর দিকে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। দ্রুত সময়ের মধ্যে এসব ভুলভ্রান্তি দূর করতে আমরা কমিটি গঠন করেছি। তারা পিপিলিকা সফটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যৌথভাবে সকল তথ্য হালনাগাদ ও তদারকির করেবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো কিছু পেতে হলে সকলকে ধৈর্য ধারণ করতে হবে। যে ভুল-ত্রুটি গুলো আছে তা দ্রুত সংশোধন হয়ে যাবে।

প্রসঙ্গত, পূর্বের ওয়েবসাইটটিতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, নিয়মিত বিজ্ঞপ্তি, একাডেমিক বিবরণ, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের বিস্তারিত তথ্যসহ গবেষণা কার্যক্রম, ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের অপ্রতুলতা ছিল। ওয়েবসাইটটি চলতও কচ্ছপের গতিতে। যা শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তিতে দীর্ঘ প্রতিবন্ধকতা তৈরি করতো। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh