Logo
×

Follow Us

শিক্ষা

রুয়েটের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭

রুয়েটের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রুয়েটের নির্মাণাধীন ভবন। ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায়  নির্মণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবনটিতে কর্ম নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। 

নিহত শ্রমিকের নাম মো. সালাম (২৫)। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার দড়িপাড়া গ্রামের বাসিন্দা। রুয়েটের নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন সালাম।

আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রডের কাজ করছিলেন সালাম। কাজ করার এক পর্যায়ে ৮টার দিকে হঠাৎ করে ৫তলার ছাদ থেকে পড়ে যান। পরে সাইটের কর্মরতরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।  এসময় তিনি কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘মাথা থেতলানো ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এবিষয়ে রুয়েটের প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী  বলেন, ‘মৃত্যুর সংবাদটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি ছিল। আমাদের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা না করায় দায়িত্বরত ঠিকাদারকে বহিষ্কার করেছি। তাছাড়া একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। তাছাড়া কর্মরত সকল শ্রমিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছেন তারা।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১ সালে একনেকে পাস হয় দুটি একাডেমিক ও একটি প্রশাসন ভবন। প্রশাসন ভবনের নির্মাণ ব্যয় ৩৭ কোটি ৭৭ লাখ, একাডেমিক ভবন (ইলেক্ট্রিক্যাল) ৬৪ কোটি ৬২ লাখ টাকা ধরা হয়েছে। দুর্ঘটনা কবলিত একাডেমিক ভবনের (সিভিল) ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৩৩লাখ টাকা। ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পের কাজ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হবার কথা থাকলেও মাত্র ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫