জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের সকল হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫ গঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গঠিত হওয়া পরিবেশ পরিষদের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আবদুর রব, (ট্রেজারার) অধ্যাপক ড. মো. শামছুল আলম, (ডিন, সমাজবিজ্ঞান অনুষদ) অধ্যাপক মো. জামাল উদ্দীন, (পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র) প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, (বাংলা বিভাগ) এবং সদস্য-সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রক্টর।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh