জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ আগামী মে মাসের ৩য় সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে এপ্রিল মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে জাবি উপাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা চাই আগামী ২১ মে অথবা তার আগেই নির্বাচন করে ফেলতে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আচরণবিধি প্রণয়ন করা হবে।
জাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী ১ ফেব্রুয়ারি জাকসুর তফসিল ঘোষণা করার কথা থাকলেও তা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। আজ পরিবেশ পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী মে মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ ২১ মে তারিখের মধ্যেই জাকসু নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের লক্ষ্যে এপ্রিল মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণার কথা আছে।
প্রসঙ্গত, আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে তফসিল ঘোষণা না হলে আসন্ন ভর্তি পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh