আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে সংঘর্ষের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
এছাড়া, সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা ব্যয় বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট সভায়।
এদিকে, উপাচার্যের পদত্যাগসহ ৬টি দাবি পূরণ না হওয়ায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
ছয় দফা দাবি আদায় না হওয়ায় কুয়েট উপচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালককে বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
অবিলম্বে নতুন উপচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালক নিয়োগ করে শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার দাবিতে লিখিত আবেদন করা হবে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট।
আজ বিকাল ৪টায় কুয়েট চিকিৎসাকেন্দ্রের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা এ কথা জানান। তারা বলেন, শিক্ষার্থীরা উপচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালককে অযোগ্য ঘোষণা করে পরিত্যাগ করছে। কুয়েট এখন অভিভাবক শূন্য।
ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এখনও কোন মামলা হয়নি।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা সহ-সভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবলীগ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh