অবশেষে পুঁজিবাজারে অচলাবস্থা এবং শেয়ার কারসাজির কথা স্বীকার করে নিলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে, সংস্থাটির এও দাবি যে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ার কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে অনেক বেশি।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন সংস্থাটির কর্মকর্তারা।
এতে জানানো হয়, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি ঢাকায় পুঁজিবাজার বিষয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দু'দিনের এক আন্তর্জাতিক সম্মেলন হবে। শেয়ার কারসাজি বন্ধে অন্য দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন বিএসইসির কর্মকর্তারা।
এক প্রশ্নের জবাবে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, অচলাবস্থা কেটে গেলে শেয়ারের দরপতনের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস তুলে দেয়া হবে।
জালিয়াতি বন্ধে তাৎক্ষণিকভাবে নামমাত্র জরিমানা করা হলেও পরে আইনি প্রক্রিয়ায় কারসাজির পুরো অর্থ ফেরত আনতে নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন বিএসইসির কর্মকর্তারা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh