Logo
×

Follow Us

অর্থনীতি

সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১৫:৩২

সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

পুঁজিবাজার। ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তাতে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

আজ বুধবার (২৩ আগস্ট) ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে ৪৩৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আজ। তাতে ডিএসইতে আগের দিন থেকে ৬৯ কোটি ৪৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) ডিএসইতে ৫০৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩০ পয়েন্টে।

ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে সিএসইতে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫