Logo
×

Follow Us

অর্থনীতি

পুঁজিবাজারে মূল্যসূচকের পতনে কমেছে লেনদেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ১২:১৩

পুঁজিবাজারে মূল্যসূচকের পতনে কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লোগো। ছবি: সংগৃহীত

সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম ১৮ মিনিটে লেনদেন ৭৫ কোটি টাকা ছাড়িয়েছে। বেড়েছে ১৩৯ কোম্পানির শেয়ার দর।

আজ সোমবার (৪ মার্চ)  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই সূচকের পতন হয়েছে। লেনদেনে শুরুর প্রথম ১৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৩৬ পয়েন্ট। ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে ছয় হাজার ১৭৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক পাঁচ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭৫ কোটি ৬৪ লাখ টাকা।

লেনদেন শীর্ষে ওঠে এসেছে ফু-ওয়াং ফুডের শেয়ার। লেনদেন করেছে আট কোটি ৮৭ লাখ টাকা। এ ছাড়া সেন্ট্রাল ফার্মার আট কোটি ৪৫ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ছয় কোটি ৫০ লাখ টাকা, গ্রামীনফোনের তিন কোটি ৪৭ লাখ টাকা, বিডি থাইয়ের তিন কোটি ২১ লাখ টাকা, কাট্রালি টেক্সটাইলের তিন কোটি ১৩ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের দুই কোটি ২১ লাখ টাকা, আলি ইন্ডাস্ট্রিজের দুই কোটি ১২ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের এক কোটি ৭০ লাখ টাকা এবং ইভেন্ট টেক্সটাইলের এক কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫