নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পিএম
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পিএম
শেয়ারবাজারে টানা দরপতনে পুঁজি হারিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।
আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।
এ সময় তাঁরা শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ভুল নীতিকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাঁরা বিএসইসির বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানান।
আজ ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৩২ পয়েন্ট বা ২ দশমিক ৩৬ শতাংশ; ডিএসইএসের পতন হয়েছে ২ দশমিক ৫৯ শতাংশ; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। লেনদেন হয়েছে মোট ৪৪০ কোটি টাকার শেয়ার।
আজ মাত্র ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে; দাম কমেছে ৩৪৭টি কোম্পানির। স্বাভাবিকভাবে সূচকের পতন হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারবাজার এসইএক্সের পতন ঢাকার শেয়ারবাজার সূচকের পতন শেয়ারবাজারে দরপতন বিনিয়োগকারীদের বিক্ষোভ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh