Logo
×

Follow Us

নগর

গুলশানে গুলি ছোড়েন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিন্টু: পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১০:২৬

গুলশানে গুলি ছোড়েন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিন্টু: পুলিশ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুল ওয়াহিদ মিন্টু। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে প্রকাশ্যে গুলি চালান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুল ওয়াহিদ মিন্টু। তিনি  তিনি পেশায় একজন ঠিকাদার বলে নিশ্চিত করেছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এস এম জাহাঙ্গীর হাসান। 

গতকাল রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে গুলশান-১ নম্বরে অবস্থিত গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশে আলফা স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে গোলাগুলির ঘটনায় পুলিশ ইতিমধ্যে মিন্টুসহ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হন। তারা হলেন-আব্দুর রহিম ও আমিনুল ইসলাম। তাদের দুজনের পায়ে গুলি লাগে।

গুলশান বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার আব্দুল আহাদ বলেন, আটক আরিফ হোসেন বিকেল ৪টার দিকে গুলশান শপিং প্লাজার কাছে আলফা জেনারেল স্টোরে যান এবং দোকানদারকে এমএফএস অ্যাকাউন্টে ৭৫ হাজার টাকা ট্রান্সফার করতে বলেন। মোবাইল ফোনে টাকা পাঠানোর পর দোকানদার হাবিবুর রহমান টাকা চাইলে নেই বলে জানান আরিফ।

পরে হাবিবুর আশপাশের দোকানদারদের ডেকে আরিফকে আটকে রাখেন। আরিফ বিষয়টি ফোনে জানালে মিন্টু, কবির ও মনির ঘটনাস্থলে পৌঁছে তাকে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

ঘটনাস্থল থেকে আরিফ ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করলে দোকানদাররা তাদের ধরার চেষ্টা করে। এ সময় মিন্টু এলোপাতাড়িভাবে গুলি ছুড়লে রহিম ও আমিনুল গুলিবিদ্ধ হন।

জানা যায়, আটক আব্দুল ওয়াহিদ মিন্টু ঢাকার কদমতলী থানার শ্যামপুরের দক্ষিণ দনিয়ার নুরপুরের মো. আব্দুল বারেকের ছেলে। সে ২০১৩ সালে তার লাইসেন্স করা পিস্তলটি কেনেন। এটি রি-নিউ করার পর মেয়াদ রয়েছে ২০২৪ সাল পর্যন্ত।

এদিকে এমএস প্রোগ্রেসিভ এন্টারপ্রাইজের নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিন্টু। তিনি যাত্রাবাড়ীতে থাকেন বলে জানিয়েছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫