বাসচাপায় ছাত্রী নিহতের প্রতিবাদে বিমানবন্দর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১৩:২৯

বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়া আক্তার নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন তার সহপাঠীরা।
আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির কয়েক শ’ সাধারণ শিক্ষার্থী। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় সহপাঠী হত্যার বিচারের দাবিতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, গতকাল রবিবার দুপুর পৌনে ১টায় প্রগতি সরণিতে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। সেসময় তিনি তার বন্ধুর মোটরসাইকেলে ছিলেন। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছিলেন।
এদিকে সড়কে অবস্থা নেওয়া শিক্ষার্থীরা ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিল, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং কাওলা বাসস্ট্যান্ড এলাকায় সব বাস বন্ধসহ ৪ দফা দাবি জানিয়েছেন।
তাদের চতুর্থ দাবি বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা, যা ইতোমধ্যেই পূরণ হয়েছে। আজ সোমবার সকালে বাসটির চালক মো. লিটন (৩৮) ও সহকারী আবুল খায়েরকে (২২) গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
বাকি ৩ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।