Logo
×

Follow Us

নগর

ইস্কাটনে ভবনে আগুনে শিশুসহ মৃত ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫০

ইস্কাটনে ভবনে আগুনে শিশুসহ মৃত ৩

রাজধানীর ইস্কাটনে দিলু রোডের একটি ভবনে আগুনে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো কয়েকজন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, ঘটনাস্থলে এক শিশুসহ তিনজনের মৃতদেহ পেয়েছেন উদ্ধারকর্মীরা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় তিনি জানাতে পারেননি। 

আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি জানান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫