
গুলশানে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
চার ঘণ্টা পর গুলশানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট এবং সেনা ও বিমান বাহিনীর পৃথক দুটি দলের সম্মিলিত চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার পর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুনের ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
অগ্নিদগ্ধ অবস্থায় ওই ভবন থেকে লাফিয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসাপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
আগুনের ঘটনায় ওই ভবন থেকে এখন পর্যন্ত শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনটির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে জয়নাল হক সিকদার হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ভবনের সপ্তম তলায় সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে।