
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি: ফাইল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজনসহ ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তারকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খন্দকার মহিদ উদ্দিনকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে পৃথক আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে অফিস আদেশে উল্লেখ আছে।