Logo
×

Follow Us

নগর

মেট্রোরেলের আরও ৪ স্টেশন খুলছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১৬:৪৪

মেট্রোরেলের আরও ৪ স্টেশন খুলছে

মেট্রোরেল। ছবি: সংগৃহীত

চলতি মার্চ মাসেই চালু হচ্ছে মেট্রোরেলের আরও ৪ স্টেশন। কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১১ নম্বর ও উত্তরা দক্ষিণ স্টেশন যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি উন্মুক্ত করা হবে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বরের স্টেশন এবং চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত করা হবে।

প্রসঙ্গত, উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ৭ লাখ ৯০ হাজার মানুষ মেট্রোরেলের সার্ভিস গ্রহণ করেছেন এবং এই সেবা থেকে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪ কোটি ৭৬ লাখ টাকা আয় করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫