Logo
×

Follow Us

নগর

নিউমার্কেটে আগুন বাড়ছে, দোকানিদের আর্তনাদ থামছে না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৬

নিউমার্কেটে আগুন বাড়ছে, দোকানিদের আর্তনাদ থামছে না

নিউমার্কেটে আগুন আরও ছড়িয়ে পড়ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। অনেক দোকানি যে যার মতো যতখানি সম্ভব মালামাল সরানোর চেষ্টা করছেন। আর বেশিরভাগ দোকানিদের কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ। তাদের আর্তনাদ থামছেই না।

আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে র‍্যাব, পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনী। এছাড়া প্রস্তুত রয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টারও।

জানা যায়, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কি পরিমাণ হতে পারে ধারণা করা যাচ্ছে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫