
রাজধানীর নিউমার্কেটে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত
অনির্দিষ্টকালের জন্য রাজধানীর নিউমার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম।
আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে আগুনের কারণে আশেপাশের চাঁদনি চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে।
জানা যায়, ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৩০টি ইউনিটের নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায়।
তবে এখনও আগুন নেভেনি। পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল কাজ করছে। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। এছাড়া মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও পুলিশ।
প্রসঙ্গত, আগুন লাগা নিউ সুপার মার্কেটের ভবনটিকে ২০১৬ সালে ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস।