Logo
×

Follow Us

নগর

রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে প্রায় ২০০ ঘর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১৩:০২

রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে প্রায় ২০০ ঘর

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তির আগুন ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

আজ বুধবার (১১ মার্চ) সকালে ওই বস্তিতে লাগা আগুন দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি। কিন্তু এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ নিহত বা আহত হওয়ার কোনো সংবাদ পায়নি পুলিশ। 

এর আগে সকাল পৌনে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে আমাদের ১১টি ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬, ২২ ও ২৫টি ইউনিট সেখানে কাজ শুরু করে। দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে ঘণ্টা দুয়েকের মধ্যে আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে।

তিনি আরো বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছেন। আর যারা ছিলেন তারা আগুনের সংবাদ পেয়ে দ্রুত রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন। 

এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আরো পড়ুন:

মিরপুরের রূপনগর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫