-64679c56247d2.jpg)
ধানমন্ডির সাত মসজিদ সড়কে নানারকম ফুলগাছ রোপন করছে ডিএসসিসি। ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কের বিভাজকে (মিডিয়ান) নানারকম ফুলগাছ রোপন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে ব্যয় হচ্ছে ১০ লাখ ৪০ হাজার টাকা।
১ হাজার ৭০০ মিটার দৈর্ঘ্যের এ সড়ক বিভাজকে ১ হাজার ৫০০ ফুলের গাছ লাগানো এবং সেজন্য প্রয়োজনীয় ভিটি বালু, মাটি, গোবর ও সার কিনতে এ টাকা ব্যয় হবে।
এর আগে, উন্নয়ন কর্মকাণ্ডের নামে ধানমন্ডি সাত মসজিদ রোডের প্রায় সব গাছ কেটে সমালোচনার মুখে পড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ শুক্রবার (১৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতিটি গাছের মধ্যে ৪-৫ ফুট দূরত্ব রেখে সাত মসজিদ সড়কের মোট ১.৭ কিমি দৈর্ঘ্যের বিভাজকের মধ্যে ইতোমধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে।