Logo
×

Follow Us

নগর

শ্যামলীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০২:৩৫

শ্যামলীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণ কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর শ্যামলী এলাকায় রূপায়ন শেলফোর্ড নামের একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ওই ২০তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে।

রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে। ওই ভবন থেকে ১৮ জন পুরুষ ও ৫ জন নারীকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট কাজ করছে। ওই ভবন থেকে ১৩ জন পুরুষ ও চারজন নারীকে উদ্ধার করা হয়েছে।

ভবনটিতে মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তাঁদের বেশিরভাগই ওই ভবনের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের রোগী-কর্মচারী বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫