Logo
×

Follow Us

নগর

রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় প্রাণ গেলো নারীর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১২:৩৬

রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় প্রাণ গেলো নারীর

যাত্রাবাড়ী ম্যাপ। ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য রাজধানীতে এসে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে নাজমা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

নিহত নাজমা বেগমের ছেলে আবদুল মমিন সাংবাদিকদের জানান, চিকিৎসার জন্য ভোলা থেকে নাজমা বেগম আজই আসেন ঢাকায়। সদরঘাট থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় ওঠেন তিনি। শনির আখড়ার দিকে যাওয়ার সময় ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশার ধাক্কা লাগে। এতে রিকশা থেকে ছিটকে পড়লে পেছন থেকে একটি সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার উখিয়া গ্রামে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫