
মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার পর ছাদ থেকে দড়ি বেয়ে নামতে দেখা যায় অনেককে। ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিটির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা।
নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
ম্যানেজার নাজমুল জানান, হাসনা হেনা ৯ তলায় কাজ করতেন। আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময় তার ছিঁড়ে পড়ে যান।
এছাড়া ওপর থেকে দড়ি বেয়ে নামতে গিয়ে ও মাথায় কাচ পড়ে আহত হয়েছেন কয়েকজন; ধোঁয়ায় অসুস্থ হয়েছেন অনেকেই।
এদিকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যকেন্দ্রের কর্মী আনিসুর রহমান জানান, তাদের হাসপাতালে অগ্নিকাণ্ডে আহত হয়ে দুজন এসেছেন। একজনের হাত পুড়ে গেছে, আরেকজনের পা ভেঙে গেছে।
বৃহস্পতিবার বিকেল ওই ভবনের ১৩ তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান।
তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর ১১ ইউনিট আগুন নেভাতে ও উদ্ধার কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবন থেকে তারা পাঁচজনকে উদ্ধার করেছে।
এদিকে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহায়তায় সেনা, নৌ, বিমান বাহিনী ছাড়াও সাত প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।
আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।