Logo
×

Follow Us

নগর

বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবক আটক, দাবি পুলিশের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৮:০৯

বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবক আটক, দাবি পুলিশের

আটককৃত যুবক মামুন। ছবি: সংগৃহীত

রাজধানীর আসাদগেট এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে বলে দাবি পুলিশের। আজ বুধবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বলেন, দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে আসাদগেট এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় মামুন নামে এক যুবককে আটক করে পুলিশ।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানায়, সে পেশায় একজন রিকশাচালক। এক হাজার টাকার বিনিময়ে সে বাসে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে। বাসটিতে আগুন লাগালেও সেটি দ্রুত নিভিয়ে ফেলা হয়। এতে বাসের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মামুন রায়েরবাজার এলাকায় বসবাস করে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫