খিলক্ষেতে বিলাসবহুল গাড়ির চাপায় প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেতে বিলাসবহুল গাড়ির চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রাতে খিলক্ষেত কাঁচাবাজার এলাকার এয়ারপোর্ট রোডে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক বিশালকে আটক করেছে পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৯টার দিকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খিলক্ষেত বাস স্টপেজের যাত্রী ছাউনিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামের এক শিশুর মৃত্যু হয়।
ওসি বাশার বলেন, এছাড়া আহত হন চারজন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল পান্ডে ও আমরিনা বেগম আরো দুজন মারা যান। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
তিনি আরো জানান, ঘটনার পরপরই পালিয়ে গিয়েছিলেন চালক বিশাল। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরই মধ্যে গাড়িটি জব্দ করা হয়েছে।