
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
পুরান ঢাকার মাহুতটুলিতে জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরান ঢাকার মাহুতটুলিতে একতলা ভবনের নিচতলায় জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। একপর্যায়ে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।