Logo
×

Follow Us

নগর

সামাজিক দূরত্ব নিশ্চিতে আজ থেকে কঠোর হচ্ছে পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৮:৩১

সামাজিক দূরত্ব নিশ্চিতে আজ থেকে কঠোর হচ্ছে পুলিশ

ছবি: স্টার মেইল

ঢাকা মহানগরীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে কঠোর হচ্ছে মহানগর পুলিশ (ডিএমপি)। 

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। 

বৈঠকে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ সিটির ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রতিটি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে ত্রাণসামগ্রী বিতরণ সমন্বয়ের মাধ্যমে করার বিষয়েও আলোচনা হয়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে করোনা সচেতনতায় পুলিশকে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রায় দেড় ঘণ্টার বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্য নেতারা অংশ নেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫