
বিদ্যুৎ বিভ্রাটের কারণে যাত্রীসহ মাঝপথে বন্ধ হয় যায় মেট্রোরেল। ফাইল ছবি
আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মেট্রোরেল। আজ রবিবার (৭ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যাত্রীসহ মাঝপথে বন্ধ হয় যায় মেট্রোরেল। পরে দুপুর ৩টার দিকে আবার চালু হয় মেট্রোরেল।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কাজীপাড়া থেকে শেওড়াপাড়া এর মাঝখানে ট্রেনের বিদ্যুৎ সংযোগ চলে গেলে বন্ধ থাকে মেট্রোরেল।
মেট্রোরেলের একাধিক যাত্রী জানিয়েছেন, ট্রেন চলাচল আধা ঘণ্টার মতো বন্ধ ছিল। তারা জানান, দুপুর আড়াইটার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৩টার দিকে আবার রেল চলাচল শুরু হয়।
এদিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিএল) দুপুরে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়। এর ঠিক ৩০ মিনিট পরে প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।
তাদের পোস্টের নিচে বেশকিছু মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। তাদের একজন মাহি উদ্দিন লিখেছেন, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার কি হয়েছে?, মো শহিদুল ইসলাম লিখেছেন, 'সেই সময় আমি ছিলাম ট্রেনের ভিতর অনেক ভোগান্তি পোহাতে হয়েছে'।