Logo
×

Follow Us

নগর

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১৮:১৮

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ

বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। 

সোমবার বিকেল ৫টার দিকে সেখানে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। 

জানা গেছে, বাড়ির ভেতরে আগুন দেওয়া হয়েছে। বাড়ি থেকে জিনিসপত্র বের করে যে যার মতো নিয়ে চলে যাচ্ছেন।

এদিকে, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের পুরোনো ও নতুন বিল্ডিংয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫