গণভবনের টাকা ভাগাভাগিতে দ্বন্দ্ব, সেনাবাহিনীকে ফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১৫:৩৮
সেনাবাহিনী ও র্যাবের একটি টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করে। ছবি: সংগৃহীত
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তারপর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিক্ষুব্ধ জনতা হামলা ও লুটপাট চালায়। হাজার হাজার ঢুকে পড়ে গণভবনে। যে যা পেয়েছে, টাকা, আসবাবপত্র, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যায়।
সেদিন গণভবন থেকে একটি সিন্দুক নিয়ে রাজধানীর রায়ের বাজার এলাকার কয়েকজন ব্যক্তি। পরে সিন্দুকে থাকা টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে দলের একজন মোবাইল ফোনে খবর দেন সেনাবাহিনীকে। পরে সেনাবাহিনী ও র্যাবের একটি টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করে।
গতকাল সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, গণভবন থেকে ৫-৬ জন ব্যক্তি একটি সিন্দুক নিয়ে যান। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরবর্তী সময়ে গতকাল রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল বলে মোবাইল ফোন করা ব্যক্তি দাবি করেছেন, জানান ওই সেনা সদস্য।
মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
