শিক্ষার্থীদের দখলে সচিবালয় এলাকা, স্লোগানে উত্তাল চারপাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ২২:৪৪

বর্তমান সচিবালয় এলাকা নিজেদের দখল নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের একপর্যায়ে সচিবালয় এলাকা ছেড়ে গেছেন আন্দোলনরত আনসার সদস্যরা। বর্তমানে সচিবালয় এলাকা নিজেদের দখল নিয়েছেন শিক্ষার্থীরা। তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সচিবালয়ের আশপাশ।
রবিবার (২৫ আগস্ট) রাত ১০টার পরে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বর্তমানে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
এর আগে, আনসার সদস্যরা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর চালান। পরে চারিদিক থেকে শিক্ষার্থীদের মিছিল আসায় পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ত্যাগ করতে শুরু করেন আনসার সদস্যরা। জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে অধিকাংশ সদস্যদের নিরাপদে চলে যেতে দেওয়া হয়। এর মধ্যে অনেক আনসার সদস্য মারধর, লাথি, কিল, ঘুসি আর লাঠিপেটার শিকার হন।