Logo
×

Follow Us

নগর

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে ডিটিসিএর আলোচনা সভা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:১৩

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে ডিটিসিএর আলোচনা সভা

ব্যক্তিগত গাড়ি। প্রতীকী ছবি

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ রবিবার (২২ সেপ্টেম্বর)। ব্যক্তিগত গাড়ি বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা এবং ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের এই দিনে পালিত হয় দিবসটি।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগে দিবসটি পালন করে থাকে।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকেল ৩টায় ডিটিসিএর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করি, হাঁটা, বাইসাইকেল ও গণপরিবহনবান্ধব শহর গড়ি’ শীর্ষক সভাটি রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মোহাম্মদ খান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫